মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন পিরোজপুরের মাইসা
দ্য রিপোর্ট ডেস্ক: শিক্ষাক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন আমেরকিায় বসবাসরত পিরোজপুরের ভাণ্ডারিয়া শহরের খানবাড়ির সন্তান মাইসা খান। ২৫ জুন স্কুল অডিটরিয়ামে মাইসা খানের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সেখানকার শিক্ষা বিভাগ তাকে এ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাসরত বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ী মঈন ইউ খান ও নুসরাত খানের বড় কন্যা মাইসা খান সম্প্রতি নিউফিল্ড হাইস্কুল থেকে মার্কিন প্রেসিডেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১ লাভ করেন।
মাইসা খান এ বছর একই স্কুল থেকে গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চশিক্ষার জন্য স্টোনি ব্রুক ইউনিভার্সিটি ওয়াইজ অনার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন।
মাইসা খান ২০১৪ সালেও বারাক ওবামা স্বাক্ষরিত প্রেসিডেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং এবার পেলেন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত প্রেসিডেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড।
(দ্য রিপোর্ট/আরজেড/ ০১ জুলাই, ২০২১)