সপ্তাহে ৪ দিন লেনদেন হবে পুঁজিবাজারে
দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকার ঘোষিত লকডাউনে পুঁজিবাজার খোলা থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সাথে প্রতি রোববারও ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে সাক্যুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকার কারণে এদিন পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে ।অর্থ্যাৎ, পুঁজিবাজারে সপ্তাহে পাঁচদিনের বদলে ৪ দিন লেনদেন হবে।
এ হিসেবে পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন শুরু হবে সোমবার থেকে । লেনদেনের শেষ কার্যদিবস হবে বৃহস্পতিবার।
দ্য রিপোর্ট/এএস/১জুলাই ২০২১