গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা
দ্য রিপোর্ট ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। খবর আল-জাজিরার।
গত মে মাসের টানা ১১ দিনের যুদ্ধ শেষে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতির পর এ নিয়ে তৃতীয়বারের মতো বিমান হামলা চালালো ইসরায়েল। ইসরায়েল বলছে, শুক্রবার রাতে গাজা উপত্যকার একটি অস্ত্র উৎপাদনকারী অঞ্চলকে টার্গেট করে এ হামলা চালানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, গাজা উপত্যকা থেকে আশেপাশের ইসরায়েলি বসতিতে আগুনে বেলুন হামলার প্রতিক্রিয়ায় এই বিমান হামলা চারানো হয়।
হামাসের নিরাপত্তা সূত্র জানায়, একটি প্রশিক্ষণকেন্দ্রে ইসরায়েল এ অভিযান চালায় তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, গত মে মাসে ইসরায়েল-হামাসের টানা ১১ দিনের যুদ্ধে ৬৬ শিশুসহ অন্তত ২৫৬ ফিলিস্তিনি নিহত হন। অন্যদিকে এ যুদ্ধে দুই শিশুসহ প্রায় ১৩ ইসরায়েলি নাগরিক নিহত হন। মিসরের মধ্যস্থতায় এ যুদ্ধের অবসান হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/ ০২ জুলাই, ২০২১)