ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ নিখোঁজ ৪৩
দ্য রিপোর্ট ডেস্ক: তিউনিশিয়ার সমুদ্র উপকূলে ইউরোপ অভিমুখী জাহাজ থেকে ৪৩ অভিবাসী নিখোঁজের খবর পাওয়া গেছে। অভিবাসীবাহী ওই জাহাজে বাংলাদেশিও ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভূমধ্যসাগরে ডুবে যাওয়া ওই জাহাজের আরও ৮৪ আরোহীকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (০৩ জুলাই) তিউনিশিয়া রেড ক্রিসেন্ট বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ডুবে যাওয়া ওই জাহাজে বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়ার নাগরিকরা ছিলো। তারা লিবিয়া থেকে ওই জাহাজে করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় তা ডুবে যায়।
সংস্থাটি জানায়, লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জুওয়ারা উপকূল থেকে অভিবাসন-প্রত্যাশীদের নিয়ে জাহাজটি যাত্রা শুরু করেছিল। গত কয়েকমাসে তিউনিশিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।
বর্তমানে ওই অঞ্চলের আবহাওয়া পরিস্থিতির উন্নতির সুযোগে তিউনিশিয়া এবং লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন প্রত্যাশীদের ঢোকার চেষ্টা বৃদ্ধি পেয়েছে।
তিউনিশিয়া রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম বলেছেন, লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপগামী একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। এই নৌকার ৪৩ যাত্রী নিখোঁজ রয়েছেন এবং অন্য ৮৪ জনকে তিউনিশিয়ার নৌবাহিনী উদ্ধার করেছে।
(দ্য রিপোর্ট/আরজেড/ ০৪ জুলাই, ২০২১)