সোমবার থেকে আবারও টিসিবির পণ্য বিক্রি শুরু
দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী সোমবার (৫ জুলাই) থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই কার্যক্রম চলবে ২৯ জুলাই পর্যন্ত।
আজ রোববার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন টিসিবির যুগ্ম পরিচালক ও মুখপাত্র মো. হুমায়ূন কবির।
হুমায়ূন কবির বলেন, ট্রাক সেল কার্যক্রম শুরু হয়ে চলবে ২৯ জুলাই (ঈদুল আজহার ছুটি ছাড়া) পর্যন্ত। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় এ কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজধানীর বিভিন্ন এলাকায় টিসিবির ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মশুর ডাল ও বোতলজাত সয়াবিন ভর্তুকি মূল্যে বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে পণ্য বিক্রি করবেন ডিলাররা।
টিসিবির মুখপাত্র আরও জানান, চলমান লকডাউনে এ কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজর রাখবে।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সীমিত আয়ের মানুষের পাশে দাঁড়াতে সাশ্রয়ী মূল্যে গত ৬ জুন পণ্য বিক্রি শুরু হয় যা ১৭ জুন পর্যন্ত অব্যাহত ছিল।
(দ্য রিপোর্ট/আরজেড/ ০৪ জুলাই, ২০২১)