অ্যামাজন থেকে পদত্যাগ করলেন জেফ বেজোস
দ্য রিপোর্ট ডেস্ক: প্রতিষ্ঠার ২৭ বছর পর প্রধান নির্বাহীর পদ ছাড়লেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ১.৮ ট্রিলিয়ন ডলার।
বেজোসের স্থলাভিষিক্ত হবেন অ্যান্ডি জেসি। তিনি ১৯৯৭ সাল থেকে অ্যামাজনে আছেন। অ্যান্ডি পূর্বে অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং বিভাগের প্রধান ছিলেন।
অ্যামাজনে নির্বাহীর পদ ছাড়লেও ই-কমার্স সংস্থাটির সবচেয়ে বড় শেয়ারের মালিকানাও থাকছে বেজোসের কাছে। কিন্তু সিইও পদ ছাড়ার পর অ্যামাজনের নীতি সংক্রান্ত বিষয়ে তার ভূমিকা কী হবে, তা এখনও স্পষ্ট নয়।
জেফ বেজোস ইতিমধ্যে মহাকাশে যাওয়ার পরিকল্পনা সেরে ফেলেছেন। নিজের বন্ধু এবং ভাই মার্কের সঙ্গে মহাকাশে ‘জয় রাইড’ করতে যাবেন। মহাকাশে পর্যটন এবং অবকাঠামো গড়ে তোলার জন্য নিজের সংস্থা ‘ব্লু অরিজিনে’ কোটি কোটি ডলার বিনিয়োগ করেছেন।
সেই সংস্থার প্রথম মানুষবাহী মহাকাশযান রওনা দেবে আগামী ২০ জুলাই।