দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স,পতনে মুন্নু ফেব্রিক্স
দ্য রিপোর্ট প্রতিবেদক:সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।অন্যদিকে, টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবারখান ব্রাদার্সেরদর বেড়েছে ১টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।কোম্পানিটি১ হাজার ১০৮ বারে ৩২ লাখ৪ হাজার ৫৪৩টি শেয়ার লেনদেন করে।
অন্যদিকে,সোমবার কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৮৪ বারে ৬ লাখ ৯৬ হাজার ৮৬৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য১ কোটি ৯২ লাখ টাকা। সোমবারকোম্পানিটির দর৩ টাকা বা ৯.৮০শতাংশ কমেছে।
দ্য রিপোর্ট/এএস/৫জুলাই ২০২১