দ্য রিপোর্ট প্রতিবেদক: দর বৃদ্ধির কারণে ১১ টি কোম্পানির শেয়ারের কোন বিক্রেতা পাওয়া যাচ্ছে না।এদিকে, হল্টেড হওয়া প্রতিটি কোম্পানির শেয়ারের দরই ৯ শতাংশের উপর বেড়েছে। দর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে মনে করে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

 

 

 

হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো -ফারইস্ট ফাইন্যান্স, পেপার প্রসেসিং, সোনালী লাইফ, এফএএস ফাইন্যান্স, তমিজউদ্দিন টেক্সটাইল, এপোলো ইস্পাত, প্রিমিয়ার লিজিং, তুংহাই নিটিং, আইসিবি ইসলামকি ব্যাংক, বিআইএফসি এবং তাল্লু স্পিনিং লিমিটেড।

এর মধ্যেফারইস্ট ফাইন্যান্সের শেয়ারের দর সর্বচ্চো অর্থ্যাৎ ১০ শতাংশ বেড়েছে। এছাড়া,পেপার প্রসেসিংয়ে ,৯.৯২ শতাংশ,সোনালী লাইফ ইন্স্যুরেন্স৯.৯১ শতাংশ ,এফএএস ফাইন্যান্স৯.৮৫ শতাংশ,তমিজউদ্দিন টেক্সটাইল৯.৮১ শতাংশ ,এপোলো ইস্পাত৯.৭৮ শতাংশ, প্রিমিয়ার লিজিং৯.৭৮ শতাংশ ,তুংহাই নিটিং৯.৪৩ শতাংশ ,আইসিবি ইসলামিক ব্যাংক৯.৩০ শতাংশ,বিআইএফসি৯.০৯ শতাংশ,এবংতাল্লু স্পিনিংয়ের শেয়ার দর৯.০৯ শতাংশ বেড়েছে।

দ্য রিপোর্ট/এএস/৬জুলাই ২০২১