দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমবি) হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী তারিক আমিন ভূইয়া। মঙ্গলবার (৬ জুলাই) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগে অনুমোদন দেয়।

 

 

 

এর আগে গতকাল সোমবার এমডি পদে নিয়োগ চেয়ে তারিক আমিন ভূইয়া, অভিজিৎ কুমার সাহা ও মুস্তাফিজুর রহমানের নাম কমিশনে প্রস্তাব করে ডিএসই কর্তৃপক্ষ। যার আলোকে কমিশন তারিক আমিন ভূইয়াকে এমডি পদে নিয়োগের অনুমোদন দেয়।

তারিক আমিন ভূইয়া হলেন ফ্রেন্ডশিপ এনজিওর আইটি অ্যাডভাইজার ও প্রতিষ্ঠাকালীন সিইও এবং হাস্কলাউড পিটিওয়াই লিমিটেড, সিডনির সিটিপিও এবং নির্বাহী চেয়ারম্যান। তিনি ব্র্যাক ব্যাংকের সাবেক সিআইও এবং বিকাশের প্রতিষ্ঠাকালীন সিইও।

দ্য রিপোর্ট/এএস/৬জুলাই ২০২১