দ্য রিপোর্ট ডেস্ক: লিটন দাসের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে শুরুর বিপর্যয় সামলাতে বড় ভূমিকা পালন করেছিলেন মাহমুদউল্লাহ। এরপর তাসকিন আহমেদে সঙ্গে নবম উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ডও গড়েছেন তিনি। এর আগে দ্বিতীয় দিনের প্রথম সেশনে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি। মধ্যাহৃ বিরতি থেকে ফিরে দেড়শো রান পূর্ণ করেছেন মাহমুদউল্লাহ।

ব্লেসিং মুজারাবানির ইয়র্কার লেন্থের বল ডিপ স্কয়ার লেগে ঠেলে দিয়ে ২৭৮ বলে দেড়শ পূরণ করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ইনিংসটি খেলতে ১৭টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। ক্যারিয়ারে এটিই তাঁর প্রথম দেড়শ রানের ইনিংস। এদিকে এবাদত হোসেনের বিদায়ে ৪৬৮ রানে অল আউট হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ: ৪৬৮/১০ (ওভার ১২৬) ( মুমিনুল ৭০, লিটন ৯৫, মাহমুদউল্লাহ ১৫০, তাসকিন ৭৫, মুজারাবানি ৪/৯৪)

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৮ জুলাই, ২০২১)