ব্রাজিলের বিপক্ষে ফাইনালে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা
দ্য রিপোর্ট ডেস্ক: মারাকানা স্টেডিয়ামে মহারণ চলছে। ব্রাজিলের বিপক্ষে কোপা আমারিকার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে আলবেসিলেস্তেরা।
রোবববার (১১ জুলাই) বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হওয়া ম্যাচটিতে ২২ মিনিটের মাথায় গোল পায় আর্জেন্টাইনরা। রদ্রি ডি পলের বাড়ানো লম্বা পাস পেয়ে গোল তুলে নেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
ম্যাচের একেবারেই শুরুতেই হলুদ কার্ড দেখতে হয় ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফ্রেডকে। প্রতিপক্ষের ডিফেন্ডার মন্তিয়েলকে ফাউল করায় তিন মিনিটের মাথায় কার্ড দেখেন তিনি।
অন্যদিকে ৩৫ মিনিটে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারকে ফেলে দিয়ে হলুদ কার্ড পেতে হয়েছে লিয়ান্দ্রো পারাদেসকে। মাত্র ২৫ গজ দূর থেকে ফ্রি কিক পেয়েছিল সেলেকাওরা। যদিও তা কাজে লাগাতে ব্যর্থ হন নেইমার। শেষ পর্যন্ত এগিয়ে থেকে বিরতিতে যায় আলবেসিলেস্তেরা।
আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, মন্তিয়েল, রোমেরো, ওটামেন্দি, অ্যাকুইনয়া, ডি মারিয়া, রদ্রি ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, লো সেলসো, লিওনেল মেসি এবং লাওতারো মার্টিনেজ।
ব্রাজিল একাদশ
এডারসন, দানিলো, থিয়াগো সিলভা, মাকুইনিস, লোদি, ক্যাসেমিরো, ফ্রেড, পাকুয়েতা, এভারটন, রিচাহার্লিসন ও নেইমার।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১১ জুলাই, ২০২১)