দ্য রিপোর্ট ডেস্ক: টেস্টে ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রায় এক যুগের বেশি সময়ে খেলেছেন ৫০টি টেস্ট। তবে শেষ সময়ে টেস্ট দলে ছিলেন উপেক্ষিত।

গত বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের পর বাদ দেয়া হয়েছিল টেস্ট ক্রিকেট থেকে। প্রায় ১৬ মাস টেস্ট দল থেকে উপেক্ষিত হওয়া মাহমুদউল্লাহকে আবারও হুট করে ডাকা হয় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে।

সুযোগ দেয়া হয় একাদশেও। খেলতে নেমেই চমক দেখান তিনি। দলের বিপর্যয়ে ১৫০ রানের ইনিংস খেলে দলকে এনে দেন বড় সংগ্রহ। আর এদিনই গুঞ্জন ওঠে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চলছেন মাহমুদউল্লাহ।

মূলত তার ইনিংসে ভর করে জয়ের জন্য অনেকটা পথ এগিয়ে যায় বাংলাদেশ। দলের জয়ে দারুণ ভূমিকা রাখায় পেয়েছেন ম্যাচ সেরার পুরষ্কারও।

পঞ্চম দিনের শুরুতে গার্ড অব অনার দেয়া হয় মাহমুদউল্লাহকে। যদিও তিনি আনুষ্ঠানিক ভাবে কিছু বলেননি অবসর নিয়ে।

৫০ টি ম্যাচে ৯৪ ইনিংসে ২ হাজার ৯১৪ রান করেছেন ৩১.৭৭ গড়ে। রয়েছে ৫টি শতকের সঙ্গে ১৬টি অর্ধশতক। সর্বোচ্চ ১৫০ রানের ইনিংস খেলেছেন সাদা পোষাকের ক্রিকেটে। ব্যাটিংয়ের সঙ্গে রয়েছে ৪৩টি উইকেটও।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ জুলাই, ২০২১)