২০তম শিরোপা জয় জোকোভিচের
দ্য রিপোর্ট ডেস্ক: মঞ্চটা তৈরিই ছিল। তবে রোববার বাংলাদেশ সময় রাতে শুরুতে একটু হোঁচট খেলেন নোভাক জোকোভিচ। হেরে বসলেন প্রথম সেট। তবে এরপর ঘুরে তিন সেটে অনায়াসে জিতে ধরে রাখলেন উইম্বলডনের মুকুট। পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে ছুঁলেন এ সার্বিয়ান টেনিস তারকা।
অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে রোববার ফাইনালে মাত্তেও বেররেত্তিনিকে ৬-৭(৪-৭), ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে ইতিহাস গড়েন জোকোভিচ।
রোববার শুরু থেকেই ছন্দে ছিলেন জোকো। তারপরও টাইব্রেকারে প্রথম সেট তিনি হারেন। পরে ঘুরে দাঁড়িয়ে এ সার্বিয়ান জিতে নেন উইম্বলডনে নিজের ষষ্ঠ শিরোপা। বছরের চার গ্র্যান্ড স্ল্যাম মিলিয়ে তিনি জিতলেন রেকর্ড ২০টি শিরোপা। যে চূড়ায় আগে থেকে আছেন ফেদেরার ও নাদাল।
২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ডটি গড়েছিলেন ফেদেরার। আর গত বছরের ফরাসি ওপেন জিতে তাকে স্পর্শ করেন নাদাল। এবার সেই সারিতে উঠলেন জোকোভিচ।
ফেদেরার-নাদালের রেকর্ড ছুঁয়ে উচ্ছ্বসিত জোকোভিচ, “রাফা ও রজারকে আমি শ্রদ্ধা জানাতে চাই। তারা আমাদের খেলার দুই কিংবদন্তি এবং ক্যারিয়ারে আমি যাদের বিপক্ষে খেলেছি তার মধ্যে সবচেয়ে বড় মাপের খেলোয়াড়।”
তিনি আরও বলেন, “তাদের কারণেই আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। তারাই দেখিয়েছে, শারীরিক ও মানসিকভাবে এবং ট্যাকটিক্যালি আরও শক্তিশালী হতে আমাকে কী করতে হবে। গত ১০ বছরের যাত্রাটা ছিল অবিশ্বাস্য এবং পথচলা এখানে থামবে না।”
এখন পর্যন্ত এ বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যামই জিতেছেন জোকোভিচ। এবার তার সামনে হাতছানি ইউএস ওপেন জেতা। সেটা করতে পারলেই টেনিস উন্মুক্ত যুগে অনন্য রেকর্ড গড়বেন তিনি। আসলেই পারবেন জোকো? এ ব্যাপারে এ সার্বিয়ান রোববার বলেন, “অবশ্যই আমি এমন কিছু করার স্বপ্ন দেখি এবং একটা চেষ্টা তো করবই। দারুণ ফর্মে আছি এবং গ্র্যান্ড স্ল্যামে সেরা ফর্মে থাকাই আমার মূল লক্ষ্য।”
(দ্য রিপোর্ট/আরজেড/১২ জুলাই, ২০২১)