দ্য রিপোর্ট ডেস্ক: চলতি মাসে বিভিন্ন উৎস থেকে ১ কোটি ৯ লাখ টিকা পাওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে জাপান দিচ্ছে ২৯ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, কোভ্যাক্সের অন্য উৎস থেকে ৩০ লাখ মডার্না টিকা এবং চীনের কাছ থেকে ক্রয়কৃত ৫০ লাখ সিনোফার্মা টিকা।

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন মঙ্গলবার (১৩ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে জানান, ‘সুখবর। আমাদের জেনেভা মিশন জানিয়েছে যে, কোভ্যাক্স’র মাধ্যমে আরও তিন মিলিয়ন (ইতোমধ্যে ২.৫ মিলিয়ন পেয়েছি) মডার্না ভ্যাকসিন পাচ্ছি--- শিপমেন্ট রেডি আছে।’

তিনি আরও জানান, ‘জাপানিজরা ২.৫ মিলিয়নের পরিবর্তে ২.৯ মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন COVAX-এর মাধ্যমে দিচ্ছে।’

চায়নিজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার ১৫ তারিখে তাসকন্দে সাক্ষাৎ হবে এবং চায়নিজ সরকার আরও এক মিলিয়ন সিনোফার্ম ভ্যাকসিন উপহার হিসেবে দেবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘ইউ (ইউরোপীয় ইউনিয়ন) থেকে দশ লাখ এবং কোভ্যাক্স’র অধীনে আরও ছয় লাখ বিশ হাজার টিকা আগস্টে আসবে।’

এদিকে চীনা দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ৫০ লাখ টিকা সরবরাহ করার জন্য প্রস্তুত রয়েছে সিনোফার্মা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ জুলাই, ২০২১)