ঈদের পর পোশাক কারখানাও বন্ধ থাকবে
দ্য রিপোর্ট প্রতিবেদক: কোরবানি ঈদ পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধি-নিষেধের আট দিনের জন্য শিথিল করা হয়েছে। তবে ঈদের পর ২৩ জুলাই থেকে শাটডাউন হিসেবে পরিচিতি পাওয়া কঠোর লকডাউন আবার শুরু হচ্ছে। ৫ আগস্ট পর্যন্ত এ লকডাউনে অন্য অনেক কিছুর সঙ্গে বন্ধ থাকবে সব শিল্প ও কল-কারখানা।
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘পবিত্র ঈদুল আযহা উদ্যাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ০৬টা পর্যন্ত আরোপিত সকল বিধি-নিষেধ শিথিল করা হলো।
‘তবে এ সময়ে জনসাধারণকে সতর্কাবস্থায় থাকা এবং মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।’
প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের পর আবারও ১৪ দিনের জন্য শাটডাউনে যাচ্ছে দেশ।
এতে উল্লেখ করা হয়, ‘করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ২৩ জুলাই সকাল ০৬টা থেকে ০৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে।’
(দ্য রিপোর্ট/আরজেড/১৩ জুলাই, ২০২১)