সিট ফাঁকা রেখে চলবে বাস, টিকিট মিলবে অনলাইনেও
দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ শিথিল করায় শুরু হচ্ছে বাস চলাচল। সরকারি নির্দেশনা মেনে এক সিট ফাঁকা রেখে, ৬০ শতাংশ বেশি ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে বাস চলবে বলে জানিয়েছেন মালিকরা। আগামীকাল বুধবার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বিভিন্ন পরিবহন। সরাসরি টিকিট কেনার পাশাপাশি অনলাইনেও কেনা যাবে বাসের টিকিট।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানিয়েছেন এসব তথ্য।
এনায়েত উল্লাহ বলেন, ‘বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার পরিবহনের টিকিট বিক্রি শুরু হবে। বৃহস্পতিবার থেকে দুই সিটে একজন নিয়ে গাড়ি চলবে। বিআরটিএর নির্ধারিত ভাড়ার উপর ৬০ শতাংশ বাড়িয়ে ভাড়া নেয়া হবে। কারো বিরুদ্ধে যদি এর থেকে বেশি ভাড়া নেয়ার অভিযোগ ওঠে সেক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
শ্যামলী এন আর ট্রাভেলসের ম্যানেজার শোভন কুমার কাজল বলেন, ‘আগামীকাল বুধবার থেকে আমরা দূরপাল্লার পরিবহনের টিকিট বিক্রি শুরু করবো। এবার ঠেলাঠেলি করে টিকিট বিক্রি করা হবে না। সবাইকে স্বাস্থ্যবিধি ও দূরত্ব নিশ্চিত করে টিকিট কিনতে হবে। তবে স্বশরীরে টিকিট কেনার পাশাপাশি অনলাইনেও টিকিট কেনার সুযোগ থাকবে।’
ভাড়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যেহেতু দুই সিটে একজন যাত্রী নেয়া হবে সেক্ষেত্রে সরকার নির্ধারিত পূর্বের ভাড়ার উপর ৬০ শতাংশ বাড়িয়ে ভাড়া নেয়া হবে।’
করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে নয় দিনের জন্য শিথিল করে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ সময় চলবে গণপরিবহন, খুলবে দোকান ও শপিংমল।
দেশে করোনা মহামারির প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় গত ১ জুলাই থেকে জারি করা হয় কঠোর বিধিনিষেধ। প্রথমে এক সপ্তাহের বিধিনিষেধ জারি হলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়ানো হয়, যা শেষ হবে আগামীকাল বুধবার।
তবে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সরকার জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে নয় দিনের জন্য বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারির ঘোষণাও দেয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৩ জুলাই, ২০২১)