সেতু সংস্কার: কুমিল্লা-সিলেট মহাসড়কে ৪০ কি.মি. যানজট
দ্য রিপোর্ট প্রতিবেদক: সেতু সংস্কারের কাজ চলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে।
বিকল্প সড়ক হিসেবে এসব যানবাহন ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে যাতায়াত করায় ব্রাহ্মণবাড়িয়ার ৪০ কিলোমিটার অংশে যানবাহনের চাপ বেড়ে গেছে।
এতে করে মহাসড়েকর বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।
কয়েকজন যানবাহন চালক বলেন, থেমে থেমে যানবাহন চলায় নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছা যাচ্ছে না। এক ঘণ্টার পথ পাড়ি দিতে কয়েক ঘণ্টা সময় লেগে যাচ্ছে। এতে গাড়িতে থাকা বিভিন্ন কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ সেতু মেরামতের কাজ চলছে। সেতু মেরামতের কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কে ভারী যানবাহনের চাপ বেড়েছে। এর মধ্যে মালবাহী কন্টেইনার, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপ ভ্যান রয়েছে। যানজট নিরসনে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়া শহর ট্রাফিক পুলিশের পরিদর্শক দেবব্রত কর জানান, থেমে থেমে মহাসড়কে যান চলাচল করছে। তবে বুধবার দুপুর নাগাদ সংস্কার কাজ শেষে বিকেল থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৪ জুলাই, ২০২১)