ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের স্রোত
দ্য রিপোর্ট প্রতিবেদক: কঠোর বিধিনিষেধ শিথিলের দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দিনভর গণপরিবহন ও যানবাহনের স্রোত দেখা গেছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলেমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তির পোহাতে হচ্ছে মহাসড়ক ব্যবহারকারিদের।
এদিকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের তথ্যমতে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে প্রায় ২২ হাজার। আর টোল আদায় হয়েছে দুই কোটি এক লাখ টাকা। অন্যদিকে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে দুপুর পৌঁনে দুইটা পর্যন্ত যানবাহন পারাপার হয়েছে প্রায় ১১ হাজার আর টোল আদায় হয়েছে প্রায় ৯৬ লাখ টাকা।
মহাসড়কে যানজট নিরসনে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, চলমান বিধিনিষেধ শিথিল করায় মধ্যরাত থেকে একযোগে গণপরিবহন চলাচল করছে। ফলে উত্তরবঙ্গগামী লেনে অতিরিক্ত যানবাহনের চাপে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। এছাড়া এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লাইনে গাড়ি চলাচল করায় যানবাহনের ধীরগতির অন্যতম কারন বলছেন তারা। গাড়ির চাপ কিছুটা কমে আসলে যানচলাচল স্বাভাবিক হবে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৫ জুলাই, ২০২১)