অলিম্পিক: জাপান গিয়ে নিখোঁজ উগান্ডার অ্যাথলেট
দ্য রিপোর্ট ডেস্ক: টোকিও অলিম্পিক শুরু হওয়ার আগেই বড় হোঁচট। প্রতিযোগিতায় অংশ নিতে জাপান যাওয়ার পর নিখোঁজ হয়েছেন জুলিয়াস সেকিতোলেকো নামে উগান্ডার এক অ্যাথলেট।
পশ্চিম জাপানের একটি প্রশিক্ষণ শিবিরে অন্যান্য খেলোয়াড়দের সাথেই ছিলেন তিনি।
স্থানীয় পুলিশের সহায়তায় ২০ বছর বয়সী জুলিয়াসকে খোঁজা হচ্ছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ইজুমিসানো সিটি কর্তৃপক্ষ।
এ ঘটনায় এ আসরে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপ প্রশ্নবিদ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে।
জুলিয়াস সেকিতোলেকের ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা থাকলেও প্রাথমিক বাছাইয়ে তিনি উত্তীর্ণ হননি।
ফলে অলিম্পিক শুরুর আগেই তাঁর দেশে ফিরে যাওয়ার কথা ছিল।
(দ্য রিপোর্ট/আরজেড/১৭ জুলাই, ২০২১)