দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী
দ্য রিপোর্ট ডেস্ক: দুই ডোজ টিকা নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। কোভিড পরীক্ষা করার পরই তার করোনা শনাক্ত হয়।
এক টুইট বার্তায় তিনি নিজেই নিশ্চিত করেছেন।
টুইট বার্তায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, শুক্রবার কিছুটা অসুস্থ বোধ করলে করোনা পরীক্ষা করান। করোনায় আক্রান্ত হওয়ার খবর শনিবার নিশ্চিত করেন তিনি। তবে গুরুতর না হলেও কোভিডের সামান্য উপসর্গ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এখন আইসোলেশনে রয়েছেন।
তিনি বলেন, ‘সামান্য কিছু সমস্যা ছাড়া আমি সুস্থ আছি। ইতিবাচক বিষয় হচ্ছে করোনার প্রতিষেধক দুই ডোজ টিকা সমপন্ন করেছি।’
ব্রিটেনে যখন করোনার বিধিনিষেধে শিথিলতা আনতে যাচ্ছে বরিস জনসনের সরকার তখনই আক্রান্ত হলেন তিনি। দেশটির দৈনিক সংক্রমণের হার পাল্লা দিয়েছে বাড়ছে। সোমবার থেকে সামাজিক দূরত্ব এবং মাস্ক পড়ায় বাধ্যবাধকতা থাকছে না।
দেশটিতে গত কয়েকদিন ধরেই দৈনিক ৫০ হাজার মানুষ করোনায় শনাক্ত হচ্ছেন। লকডাউন প্রত্যাহার করা নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
তারা উদ্বেগ প্রকাশ করে বলছেন, বিধিনিষেধ তুলে নেওয়া হলে ফলাফল ভয়াবহ হতে পারে। দেশটিতে করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পাবে। যদিও বিশেষজ্ঞদের কথা পাত্তা না দিয়েই সিদ্ধান্ত বহাল রেখেছে ব্রিটিশ সরকার।
(দ্য রিপোর্ট/আরজেড/১৮ জুলাই, ২০২১)