দ্বিতীয়বার মা হচ্ছেন নেহা ধুপিয়া
দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া আবারো মা হতে যাচ্ছেন। প্রথম সন্তান জন্মের দুই বছর পর অঙ্গাদ বেদি ও নেহা ধুপিয়া দম্পতির ঘর আলো করে আসছে দ্বিতীয় সন্তান।
আজ (সোমবার, ১৯ জুলাই) সকালে নেহা তার ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে আনন্দের এই খবর জানান। ছবিতে দেখা যায়, অঙ্গাদ বেদির কোলে তাদের কন্যা, পাশে কালো পোশাক পরে দাঁড়িয়ে আছেন নেহা ধুপিয়া। বেবি বাম্পে হাত রেখেছেন এ দম্পতি।
এ ছবির ক্যাপশনে নেহা লিখেছেন- ‘এই ক্যাপশনটি লিখতে আমাদের দুইদিন সময় লেখেছে। আমরা সবচেয়ে ভালো ভাবনাটি ভাবতে পেরেছি, এজন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই।’
২০১৮ সালের ১০ মে অভিনেতা অঙ্গাদ বেদিকে বিয়ে করেন নেহা ধুপিয়া। নয়া দিল্লির গুরুদুয়ারায় শিখ রীতিতে এ জুটির বিয়ে হয়। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে অনেকটা গোপনেই হয় বিয়ের আনুষ্ঠানিকতা। একই বছরের ১৮ নভেম্বর তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান
(দ্য রিপোর্ট/আরজেড/২০জুলাই, ২০২১)