চার উইকেট তুলেও জায়গা হলো না দলে
দ্য রিপোর্ট ডেস্ক: চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শরিফুল ইসলামের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই পেসার জিম্বাবুয়ে সফরের প্রথম ওয়ানডেতে তুলেন একটি উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে চারটি উইকেট আদায় করে নেন। তবু জায়গা হয়নি তৃতীয় ওয়ানতে। তার জায়গায় খেলতে নেমেছেন মুস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (২০ জুলাই) তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল।
বাংলাদেশ অধিনায়ক জানান, পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দেয়া হয়েছে।
এদিকে দ্বিতীয় ম্যাচে চোট পাওয়ায় মেহেদী হাসান মিরাজের জায়গায় খেলছেন নুরুল হাসান সোহান।
তিনাশে কামুনহুকামুয়ে বদলে খেলছেন রায়ান বার্ল। অন্যদিকে রিচার্ড গারাভার বদলে ডোনাল্ড টিরিপানো জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ে দলে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফ উদ্দিন, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ
তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাভা, রায়ান বার্ল, ব্রেন্ডন টেলর, ডিয়ন মায়ার্স, ওয়েসলে মাধভের, সিকান্দার রাজা, লুক জঙ্গি, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজুরাবানি এবং ডোনাল্ড টিরিপানো।
(দ্য রিপোর্ট/আরজেড/২০জুলাই, ২০২১)