গরুর হাটে তারকাদের মজার স্মৃতি
দ্য রিপোর্ট ডেস্ক: বছরঘুরে দুয়ারে ঈদুল আজহা। করোনাসৃষ্ট সংকটময় পরিস্থিতিতে যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে মানুষ। এ সময় দেশের শোবিজ অঙ্গনের তারকাদের অনেকেই গৃহবন্দি সময় কাটাচ্ছেন। যে কারণে অনেকেরই কোরবানির হাটে যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু তাদের প্রায় প্রত্যেকের কোরবানির হাটে গরু কিনতে যাওয়ার স্মৃতি রয়েছে।
চিত্রনায়ক নাঈম জানান গরুর হাটে যেতে তার ভালো লাগে। যদিও মানুষ তাকে দেখে ঠিক চিনে ফেলে। তখন কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। একবার পরিস্থিতি এমন হয়েছিল যে গরু না কিনেই বাসায় চলে আসতে হয়েছে। তারপরও ‘চাঁদনি’খ্যাত এই নায়ক প্রতিবারই হাটে যান। তবে নিজস্ব গরুর খামার থাকায় তিনি খামারের গরু কোরবানি দেন বলে জানিয়েছেন তিনি।
গরুর হাটে যাওয়ার অনেক স্মৃতি আছে উল্লেখ করে চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘একটা স্মৃতি খুব মনে পড়ে। তখন জাতীয় সংসদ ভবনের ফাউন্ডেশনের কাজ চলছিল। ওখানে গরুর হাট বসত। হাটে প্রচুর কাদা ছিল সেবার। আমি তখন অনেক ছোট। বাবার হাত ধরে হাঁটে গিয়েছিলাম। এখন সংসদ ভবন দেখলেই বাবার সঙ্গে গরু কেনার সেই স্মৃতি মনে পড়ে।’
বাপ্পারাজ প্রতি বছর গরু কিনতে নিজেই হাটে যান। নায়ক রাজ রাজ্জাক যতদিন বেঁচে ছিলেন বাবার সঙ্গে হাটে যেতেন উল্লেখ করে বাপ্পারাজ বলেন, ‘বাবা চলে যাওয়ার পর আমরা দুই ভাই এখন একসঙ্গে হাটে যাই। হাটে গেলে বিভিন্ন রকম ঘটনা ঘটে। আমরা গরু কিনে টাকা দিয়ে চলে আসি। আমাদের লোক আছে, তারা গরু নিয়ে বাসায় আসে।’ গরু বাসায় আনার পর বাচ্চাদের নিয়ে কোরবানির গরু দেখার আনন্দ অন্যরকম। শিশুরা খুব আনন্দ পায়- জানান এই নায়ক।
এদিকে শাকিব খান মনে করেন ঈদের আনন্দ এখন আর আগের মতো নেই। ঈদ এলেই তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে; বিশেষ করে কোরবানি ঈদের কথা। শাকিব বলেন, ‘একেবারে ছোট বয়সে বাবার সঙ্গে গরু দেখতে হাটে যাওয়া, এরপর কৈশরে বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোড় করে গরুর দাম জিজ্ঞেস করা, হাটে গিয়ে প্রত্যেকটি গরু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা- এসব ভোলা যায় না।’ এখন কি হাটে যাওয়া হয়? গেলে কীভাবে গরু কেনেন? প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, ‘এখন ঈদের আগ দিয়ে হাটের চারপাশে গাড়ি নিয়ে ঘুরপাক দেই। পছন্দের গরু দেখি। কিন্তু গাড়ি থেকে নামি না। পছন্দ হলে কাউকে পাঠিয়ে গরু কিনে নেই।
খলনায়ক হিসেবে মিশা সওদাগর পরিচিত। তিনি কোরবানি ঈদের একটি স্মৃতি উল্লেখ করে বলেন, ‘একবার ভালো পেমেন্ট পেয়ে নিজেই গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিলাম। ভাবনা অনুযায়ী গরু কিনতে হাটে গেলাম। গিয়ে আমি নিজেই ‘গরু’ হয়ে গেলাম! সবাই চিনে ফেলেছে! এক পর্যায়ে এতো ভিড় জমে গেল যে সামলানোই মুশকিল! এক পর্যায়ে হাটের ইজারাদাররা আমাকে সরিয়ে নিয়ে গেল। বলল, আপনি স্টেজে বসে থাকুন, আমরা আপনাকে গরু দেখাচ্ছি। এরপর বাজেট শুনে কয়েকটা গরু আমার সামনে নিয়ে এলো। আমি ৫৫ হাজার টাকা দিয়ে গরু কিনে সেবার বাসায় ফিরেছিলাম।’
চিত্রনায়ক নিরব বলেন, ‘পরিবারের ছোট ছেলে হিসেবে প্রতিবছর গরু আমাকেই কিনতে যেতে হয়। আমি ভীষণ আনন্দ নিয়ে গরুর হাটে যাই। সঙ্গে সমবয়সী মামাতো ভাইয়েরা থাকে, বন্ধুরা থাকে- ভীষণ মজা করে হাটে গিয়ে গরু দেখি। আমার সবচেয়ে মজা লাগে গরু কিনে বাসায় ফেরার সময়।’
(দ্য রিপোর্ট/আরজেড/২০জুলাই, ২০২১)