লকডাউনের সকালে ট্রাক চাপায় ৬ জনের মৃত্যু
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৈলতলীতে ট্রাক চাপায় একটি অটোরিকশার ছয়জন যাত্রী নিহত হয়েছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক গোলাম সরোয়ার।
জানা গেছে, আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আনাম বলেন, পণ্যবোঝাই একটি পিকআপ মোংলার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয় পিকআপটি। এতে ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকের ছয় আরোহী। তারা হলেন নিহতরা হলেন- ফকিরহাটের নলধা মৌভোগ এলাকার দিলীপ রাহার ছেলে উৎপল রাহা (৪৫), একই এলাকার জগদীশ দত্তের ছেলে নয়ন দত্ত (২৫) ও রামপাল উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চাকসি গ্রামের আব্দুল হাই (৫৫)। বাকিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
অন্যদিকে ইজিবাইকের একমাত্র আহত যাত্রী নুর মোহম্মদকে (৬০) উদ্ধার করে ফরিকহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক গোলাম সরোয়ার জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/২৩জুলাই, ২০২১)