ইমরান খানের জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক হাজার কেজি ‘হাড়িভাঙা’ আম উপহার পাঠান। শুক্রবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার আমগুলো কোরবানির ঈদের দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে ইসলমাবাদে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে হস্তান্তর করা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত করা হয়। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত।
(দ্য রিপোর্ট/আরজেড/২৩জুলাই, ২০২১)