প্রথম জানাজা সম্পন্ন ফকির আলমগীরের
দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনার কাছে হার মেনে চলে যাওয়া একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি গণসংগীত শিল্পী ফকির আলমগীরের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৪ জুলাই) বেলা ১১টায় পল্লীমা সংসদে ফকির আলমগীরের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এসময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজায় অংশ গ্রহন করেন তার ভক্ত অনুরাগীরা। এরপর দুপুর ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
বাদ যোহর রাজধানীর খিলগাঁও মাটির মসজিদে অনুষ্ঠিত হবে শেষ জানাজা। তারপর তাকে তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।
শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশবরেণ্য এই সংগীতশিল্পী।
(দ্য রিপোর্ট/আরজেড/২৪জুলাই, ২০২১)