অজিদের বিপক্ষে খেলা হচ্ছেনা লিটনের
দ্য রিপোর্ট ডেস্ক: অস্ট্রেলিয়া দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে ২৯ জুলাই বিকালে। সেখান থেকে তারা সরাসরি হোটেলে উঠবে এবং তিন দিনের কোয়ারান্টাইন পালন শেষে আগামী ৩ আগস্ট মাঠে নামবে প্রথম টি-টোয়েন্টিতে। অপরদিকে, বাংলাদেশ দল এখন অবস্থান করছে জিম্বাবুয়েতে। তাদেরও ফেরার কথা রয়েছে ২৯ জুলাই। দেশে ফিরেই তারা বায়ো বাবলের মধ্যে থেকেই অংশ নিবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে, বাংলাদেশের জন্য রয়েছে একটি দুঃসংবাদ। পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না লিটন দাস।
বিসিবির সূত্রে জানা যায়, লিটনের শ্বশুর অসুস্থ হওয়ায় আজই ফিরে আসছেন তিনি। পরিবারের সঙ্গে দেখা করতে হলে তাকে জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে যেতে হবে। পরবর্তীতে এই সিরিজকে সামনে রেখে তার দলে ঢোকার কোন সুযোগ থাকবে না।
এর আগে, ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে সড়ে দাড়ান দেশসেরা ওপেনার ইকবাল। পারিবারিক কারণে জিম্বাবুয়ে সিরিজে না খেলা মুশফিক বায়েবাবলের ঝামেলায় অংশ নিতে পারবেন না অজিদের বিপক্ষে।তাই নিঃসন্দেহে বলা যায়, তামিম, লিটন ও মুশফিক বিহীন টাইগরারা পড়তে চলেছে কঠিন চ্যালেঞ্জের মুখে।
(দ্য রিপোর্ট/আরজেড/২৬জুলাই, ২০২১)