একটা রুপার মেডেল বদলে দিল মীরাবাই চানুর জীবন
দ্য রিপোর্ট ডেস্ক: অলিম্পিকে পদক জয় কতটা সম্মানের! ভারতের মীরাবাই চানু সেটা বুঝতেছেন ভারোত্তলকে দেশকে রুপা এনে দেয়ার পর। শচীন টেন্ডুলকার থেকে বিরাট কোহলি, মীরাবাইকে শুভেচ্ছা জানাতে দেরি করেননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার দেশের ফিরতে দিল্লী বিমান বন্দরে পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। এরপরই ফিরেছেন জন্মস্থান মনিপুরে। শুভেচ্ছায় ভাসছেন এই পদক-জয়ী ভারোত্তলক।
মীরাবাই ছিলেন রেল স্টেশনের টিকিট চেকার। রুপা জিতে দেশে ফিরে তার আবারও ফেরার কথা ছিল কর্মস্থলে। কিন্তু ফিরতে হচ্ছে না স্টেশনে। মনিপুর সরকার ঘোষণা করেছেন, মীরাবাইকে পুলিশের এএসপি (অ্যাডিশনাল সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ) করার কথা।
মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ মীরাবাইকে বলেছেন, ‘তোমাকে আর স্টেশনে ট্রেনের টিকিট দেখার কাজ করতে হবে না। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গে দেখা করব। এখন এর বেশি আমি আর কিছু বলতে চাচ্ছি না। তোমার জন্য সারপ্রাইজ রাখছি।’
এছাড়াও তাকে পদোন্নতির দেয়ার কথা ঘোষণা করেন মণিপুর সরকার। এখানেই শেষ নয়, চানুকে এক কোটি টাকা পুরষ্কার দেওয়ার কথাও ঘোষণা করেছিল মণিপুর সরকার।
(দ্য রিপোর্ট/আরজেড/২৭জুলাই, ২০২১)