লকডাউনের মেয়াদ আরেক দফা বাড়তে পারে
দ্য রিপোর্ট প্রতিবেদক: চলমান কঠোর লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৫ আগস্ট। এরপর লকডাউনের মেয়াদ আরেক দফায় বাড়ানো হতে পারে বলে সরকারের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
ওই সূত্র জানায়, আগামী ৫ আগস্টের পর লকডাউন বাড়ানো হতে পারে। সংক্রমণ বাড়তে থাকলে লেকডাউন আরও কঠোর হবে। আর যদি সংক্রমণ কমতে থাকে তাহলে কয়েকটি খাতে লকডাউন শিথিল করার পরিকল্পনা করছে সরকাল।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১ জুলাই থেকে ১৪ দিনের জন্য ‘কঠোর’ বিধিনিষেধ বাস্তবায়ন করতে শুরু করে সরকার। তবে, ঈদ উদযাপনের জন্য আট দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়। পরে গত ২৩ জুলাই থেকে আবারও দুই সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়।
সরকারের উচ্চ-পর্যায়ের বৈঠকটি এমন দিনে অনুষ্ঠিত হয়েছে, যেদিন দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। গতকাল করোনা আক্রান্ত হয়ে ২৫৮ জনের মৃত্যু হয়েছে দেশে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৯২৫ জন।
(দ্য রিপোর্ট/আরজেড/২৯জুলাই, ২০২১)