এমপি আলী আশরাফ আর নেই, প্রধানমন্ত্রীর শোক
দ্য রিপোর্ট প্রতিবেদক: কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পীকার, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলী আশরাফ মারা গেছেন।
শুক্রবার (৩০ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে মুনতাকিম আশরাফ টিটু।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানায় তার পরিবার।
তিনি স্ত্রী, ১ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। কুমিল্লার চান্দিনা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখেন অধ্যাপক আলী আশরাফ।
(দ্য রিপোর্ট/আরজেড/৩০জুলাই, ২০২১)