দুই ডোজ টিকা নিয়েও এমপি শিখর স্ত্রীসহ করোনা আক্রান্ত
দ্য রিপোর্ট প্রতিবেদক: মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৩০ জুলাই) গণমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন ।
শিখর জানান, করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধনের দুদিন পরই তিনি ও তার স্ত্রী প্রথম ডোজ টিকা নিয়েছেন। পরে যথারীতি টিকার দ্বিতীয় ডোজও নিয়েছেন। এরপর শরীরে জ্বর অনুভব করায় স্ত্রীসহ করোনা টেস্ট করান। গতকাল (২৯ জুলাই) দুজনের ফলাফল পজিটিভ আসে।
তিনি আরও জানান, তারা এমপি হোস্টেলের নিজ বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম কোয়ারেন্টিনে আছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/৩০জুলাই, ২০২১)