রাজ কুন্দ্রার দুটি অ্যাপ থেকে ৫১ টি পর্নো ভিডিও জব্দ
দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার দুটি অ্যাপ থেকে ৫১ টি পর্নো ভিডিও জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাজ কুন্দ্রা ১২১টি পর্নো ভিডিও ১২ লাখ ডলারে বিক্রির চেষ্টা করছিল। শনিবার শুনানির সময় মামলার কৌঁসুলি জানান, মুম্বাই পুলিশের অপরাধ বিভাগ ভিডিওগুলো জব্দ করে। ভিডিওগুলোর সঙ্গে রাজ কুন্দ্রা ও তার সহযোগী রায়ান থরপের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেও জানান তিনি। প্রমাণ নষ্ট করায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এদিকে, ভাবমূর্তি নষ্ট হচ্ছে এমন দাবি করে সংবাদমাধ্যমের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মানহানির মামলা করেছেন অভিনেত্রী শিল্পা শেঠি। তবে শুনানিতে আদালত জানিয়ে দিয়েছে অপরাধ দমন শাখা বা পুলিশের দেয়া তথ্য কখনোই মানহানিকর বলে বিবেচনা করা যায় না।
(দ্য রিপোর্ট/আরজেড/০২আগস্ট, ২০২১)