প্রথম টি-টোয়েন্টির আগে বৃষ্টি বাধা
দ্য রিপোর্ট প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে মঙ্গলবার (৩ আগস্ট)। সংক্ষিপ্ত ফরম্যাটে অজিদের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। ঝটিকা এই সফরে একগাদা শর্ত দিয়ে ঢাকায় পা রাখে মেথু ওয়েড-মিচেল স্টার্করা। তবে প্রথম ম্যাচের দিন বৃষ্টির সম্ভবানা রয়েছে।
সোমবার (২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় এর প্রভাবে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। আবহাওয়ার পূর্বাভাস অ্যাপ অ্যাকুয়েদার জানাচ্ছে, ম্যাচের দিন সকালে বৃষ্টি হবে। ম্যাচ চলাকালীন আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, গাজী টিভি ও টি-স্পোর্টস।
এদিকে জন্য অজিদের বিপক্ষে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহমুদুল্লাহ রিয়াদ নেতৃত্বাধীন দলটিতে ফিরেছেন মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।
অন্যদিকে অস্ট্রেলিয়ার দলের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে ম্যাথু ওয়েডকে। চোটের কারণে চিটকে গেছেন পেসার রাইলি মেরেডিথ। সুযোগ হয়েছে রিজার্ভে থাকা আরেক পেসার নাথান এলিস।
অস্ট্রেলিয়া দল
ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারে, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজলউড, ময়সেস হেনরিকস, মিচেল মার্শ, বেন মেকডেরমট, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও নাথান এলিস।
বাংলাদেশ দল
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।
(দ্য রিপোর্ট/আরজেড/০২আগস্ট, ২০২১)