চট্টগ্রামে ১৭৫ মিলিমিটার বৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামে রাত থেকেই থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আজ মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
ভারী বৃষ্টির কারণে আগ্রাবাদ সিডিএ আবাসিক, হালিশহর, চকবাজার, মুরাদপুর, দুই নম্বর গেট, বহদ্দারহাট, চান্দগাঁও, বাকলিয়াসহ নগরীর নিচু এলাকায় হাঁটু পরিমাণ পানি জমে গেছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে ব্যাংক, তৈরি পোশাক কারখানাসহ জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষদের।
তবে সকাল সাড়ে ১০টার পর থেকে বৃষ্টি কমে যাওয়ায় বিভিন্ন সড়কে জমে থাকা পানি নামতে শুরু করেছে।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাশেক রহমান বলেন, অতি বৃষ্টির কারণে নগরীর দুই নম্বর এলাকায় পানি উঠেছে। এমনিতেও বিধিনিষেধের কারণে সড়কে গাড়ি নেই। এখন আবার পানির কারণে রিকশাও কম।
পিকু হাওলাদার নামে আরেকজন বলেন, হাঁটু পরিমাণ পানি দিয়ে হেঁটে রিকশায় উঠতে হয়েছে। জলাবদ্ধতার অভিশাপ থেকে কবে মুক্তি পাব জানি না।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শেখ হারুনুর রশিদ বলেন, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৭৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে থেমে থেমে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/আরজেড/০৩আগস্ট, ২০২১)