দ্য রিপোর্ট প্রতিবেদক: পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অজিদের বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। সন্ধ্যায় টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সফরকারী দলের অধিনায়ক ম্যাথু ওয়েড।

প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ১৩১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে স্বাগতিক দল।

ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে ২ রান করে সাজঘরে ফেরেন সৌম্য সরকার।

তবে পাওয়ার প্লে’তে ৩৩ রান আসে নাঈম শেখ ও সাকিব আল হাসানের জুটি থেকে। এরপর ধীর হয়ে যায় রানের চাকা।

নাঈম ২৯ বলে বিদায় নেন জাম্পার বলে ৩০ (২৯) রান করে। এরপর মাহমুদউল্লাহকে ২০ (২০) রানে ফেরান হ্যাজেলউড। নুরুল হাসান হতাশ করেন অ্যান্ড্রু টাইয়ের বলে ক্যাচ দিয়ে ৩ রানে সাজঘরে ফিরে।

সাকিব আল হাসান ৩৬ রান করলেও সেটি ৩৩ বলে। ১৭ ওভারের শেষ বলে দলীয় ১০৪ রানের মাথায় বোল্ড হন হ্যাজেলউডের বলে।

দলের এমন অবস্থায় ঝোড়ো ইনিংস খেলতে ব্যর্থ হন শামীম হোসেনও। ৩ বলে ৪ রান করে বোল্ড হন স্টার্কের বলে।

শেষ দিকে আফিফের ২৩ (১৭) আর শেখ মেহেদীর ৭ রানে ভর করে ৭ উইকেটে ১৩১ রান তুলে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। ২ উইকেট নেন স্টার্ক ও ১টি করে উইকেট নেন জাম্পা, টাই।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শেখ মেহেদী ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ফিলিপ, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মোইসেস হেনরিক্স, অ্যাশটন টার্নার, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেট-রক্ষক), অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও জোশ হ্যাজেলউড।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩আগস্ট, ২০২১)