ভয়াবহ দাবানল : তুরস্কের পাশে ইইউ ও আজারবাইজান
দ্য রিপোর্ট ডেস্ক: ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্ক। কয়েক হাজার মানুষকে এরই মধ্যে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এমন কঠিন সময়ে দেশটির পাশে দাঁড়িয়েছে ইইউ। দাবানল নেভাতে তারা তিনটি এয়ার ট্যাংকার পাঠিয়েছে। কিন্তু দাবানল নেভানোর কাজে এখনো সফল হয়নি সরকার।
ইইউ যে তিনটি এয়ার ট্যাংকার পাঠিয়েছে, তার একটি গেছে ক্রোয়েশিয়া থেকে, বাকি দুটি স্পেন থেকে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এর জন্য ইইউকে ধন্যবাদ জানিয়েছেন।
ইতোমধ্যে রাশিয়া, ইরান, ইউক্রেন, আজারবাইজান তুরস্কের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষও দাবানলের বিরুদ্ধে লড়াই করছেন।
এদিকে তুরস্কে দাবানল নেভাতে ৫৩টি অগ্নিনির্বাপক ট্রাক পাঠিয়েছে আজারবাইজান। এ ছাড়া তুরস্কের প্রতিবেশী দেশটি একটি উভয়চর বিমান, ১০০ ফায়ার ফাইটার, ২০০ সেনা পাঠিয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/০৪আগস্ট, ২০২১)