দ্য রিপোর্ট প্রতিবেদক: একশ রানের নিচেই আঁটকে যাবার শঙ্কা জেগেছিল বাংলাদেশের। একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে এগিয়ে নিতে হিমশিম খাচ্ছিলেন সাকিব-আফিফরা।

বাংলাদেশের ইনিংসজুড়েই ছিল ব্যাটসম্যানদের ব্যর্থতা। ওপেনার নাঈম শেহ ৩৬ বলে খেলেছেন সর্বোচ্চ ২৮ রানের ইনিংস। এছাড়া আফিফের ২০ রান, সাকিবের ১৫ আর শেষ দিকে মেহেদী হাসানের ১৬ বলে ২৩ রানের ইনিংসে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান তুলেছে বাংলাদেশ।

অজিদের পক্ষে ৩ উইকেট করে নিয়েছেন অ্যান্ড্রু টাই ও মিচেল সোয়েপশন ২ উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড ও ১ উইকেট নিয়েছেন অ্যাস্টন অ্যাগার।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ,সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আফিফ হোসেন, শামীম পাটোয়ারী,নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শেখ মেহেদী ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া দল:অ্যাস্টন অ্যাগার,অ্যালেক্স ক্যারে,জশ হ্যাজেলউড, মইসেস হেনরিক্স, মিচেল মার্শ, বেন মাকডারমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টায়ে, ম্যাথু ওয়েড, মিচেল সোয়েপসন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭আগস্ট, ২০২১)