দিরিপোর্ট২৪ ডেস্ক : মেয়াদ শেষ হওয়ার পরও ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ ওয়াহিদ।

মেয়াদ শেষ হওয়ার ১৫ মিনিট আগে রবিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ওয়াহিদ জানান, ১৬ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগ পর্যন্ত তার অফিসে অবস্থান করবেন। ওই নির্বাচনে দুই গুরুত্বপূর্ণ প্রতিযোগী হলেন মোহাম্মদ নাশিদ এবং সাবেক স্বৈরশাসক মামুন আব্দুল গাইয়ুমের ভাই আব্দুল্লাহ ইয়ামিন গাইয়ুম।

তবে নাশিদের দল ওয়াহিদের এ ঘোষণাকে প্রত্যাখান করেছে। তাদের দাবি, সংবিধান অনুযায়ী দেশটির মজলিসের স্পিকারই হবেন মধ্যবর্তী প্রেসিডেন্ট। এর আগে দেশটির সুপ্রীম কোর্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগ পর‌্যন্ত ওয়াহিদ প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন বলে এক রুল জারি করে। পাশাপাশি সংবিধানে উল্লেখিত স্পীকারের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ সম্পকির্ত ধারাটিকে স্থগিতের নির্দেশ দিয়েছে সুপ্রীম কোর্ট।

এর ফলে দেশটিতে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা একই সঙ্গে ক্ষমতার কেন্দ্রে দুই ব্যাক্তি থাকায় সরকার এবং নিরাপত্তাবাহিনীর উপর দুই ব্যাক্তি নিয়ন্ত্রণ দাবি করছেন।

রবিবার সকালে এক আদেশের মাধ্যমে সুপ্রিমকোর্ট নভেম্বর ১৬ তারিখ পর‌্যন্ত দেশটির ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করে। শনিবার অনুষ্ঠিত ১ম দফা নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট নাশিদ ৪৬.৯৩ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করেন। নিকটতম প্রতিযোগী আব্দুল্লাহ ইয়ামিন গাইয়ুম পান ২৯.৭৩ শতাংশ ভোট।

এর আগে ওয়াহিদ ঘোষণা দিয়েছিলেন, মেয়াদ শেষ হওয়ার পর এক মিনিটও ক্ষমতায় থাকবেন না তিনি। কিন্তু রবিবারের রায়ের পর তিনি তার এ ঘোষণা থেকে সরে আসেন।

এদিকে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে ওয়াহিদ স্পিকারের হাতে ক্ষমতা তুলে না দিলে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করতে আহবান জানিয়েছে নাশিদের দল।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কমনওয়েলথ ও প্রতিবেশী ভারত ইতোমধ্যেই দেশটিতে বিলম্বে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সমালোচনা করেছে।

(দিরিপোর্ট/এআইএম/এমডি/নভেম্বর ১১, ২০১৩)