দ্য রিপোর্ট প্রতিবেদক: সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছে বাংলাদেশের ওপেনাররা। শুরু থেকেই দুই অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জ্যাম্পা ও অ্যাস্টন এইগারের ওপর চড়াও হয়ে খেলছেন নাঈম শেখ। এইগারকে একটি ছক্কা ও জ্যাম্পাকে চার হাঁকান এই স্বাগতিক ওপেনার। আক্রমণাত্মক শুরুর পর ইনিংসের পঞ্চম ওভারে উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওভারের চতুর্থ বলে অ্যাস্টন টার্নারকে মারতে যেয়ে আউট হন মাহেদী হাসান। ১২ বলে ১৩ রান করেন তিনি।

বাংলাদেশকে ভালো শুরু এনে দেওয়ার পর ফিরেছেন নাঈম শেখ। নবম ওভারে ড্যান ক্রিস্টিয়ানকে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন এই ওপেনার। ২৩ বলে ২৩ রান করে আউট হন তিনি। নাঈম শেখের বিদায়ের পরের ওভারে আউট হয়েছেন সাকিব আল হাসান। তিনি করেন ১১ রান। তার বিদায়ের পর দ্রুত আউট হন মাহমুদউল্লাহ রিয়াদও। ১৪ বলে ১৯ রান করে বিদায় নেন তিনি।

এখন বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ৪ উইকেটে ৯২ রান।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯আগস্ট, ২০২১)