দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাস মহামারি বিশ্বের যে কয়েকটি দেশে তাণ্ডব চালিয়েছে ভারত সেগুলোর একটি। দেশটিতে এখন পর্যন্ত করোনার তিনটি ঢেউ আঘাত হেনেছে। এখন সংক্রমণ কিছুটা কমে এলেও দৈনিক সংক্রমণ ৪০ হাজারের ঘরে ওঠানামা করছে। খবর ইন্ডিয়া টুডের।

করোনার বিশ্বের অন্যান্য দেশের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের শিক্ষাখাত। করোনার জেরে প্রায় দেড় বছর ধরে দেশটিতে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বেশির ভাগ রাজ্য সরকার মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে।

ইতোমধ্যেই কোথাও কোথাও স্কুল খুলেছে। অনেক রাজ্যে সরাসরি ক্লাসে উপস্থিত হওয়ার নির্দেশও দেয়া হয়েছে। আবার চলবে অনলাইন ক্লাস-পরীক্ষাও। যেসব রাজ্য স্কুল খুলেছে সেগুলো হচ্ছে- পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ঝাড়খণ্ড।

গত ২ আগস্ট এসব রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। এর আগে গত ১৫ জুলাই গুজরাট ও মহারাষ্ট্র এবং পরদিন হরিয়ানার স্কুলগুলো খুলে দেয়া হয়। এরপর গত শনিবার বিহার এবং সোমবার দিল্লিতে স্কুল খুলে দেয়া হয়। এছাড়া আগামী ১৬ আগস্ট উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশেও খুলে দেয়া হবে স্কুল।

দক্ষিণের রাজ্যগুলোতেও খুলে দেয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ২৩ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কর্নাটকেও। এরপর ১ সেপ্টেম্বর স্কুল খুলবে তামিলনাড়ুতে। এদিকে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, কেরালা, জম্মু-কাশ্মীর, রাজস্থানসহ অন্য অনেক রাজ্য এখনও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত জানায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯আগস্ট, ২০২১)