দ্য রিপোর্ট ডেস্ক: তালেবানের কাছে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে আফগান সরকার। আফগান সরকারের বরাত দিয়ে বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

মাত্র এক সপ্তাহের মধ্যে তালেবান আফগানিস্তানের ১০টি প্রাদেশিক রাজধানী দখল করেছে। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুতই তারা দেশের বাকি প্রদেশগুলো দখল করবে। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা জানিয়েছেন, তালেবান ইতোমধ্যে দেশের ৬৫ শতাংশ এলাকা দখল করে ফেলেছে। আর বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আভাস দিয়েছেন, ৩০ দিনের মধ্যে রাজধানী কাবুল বিচ্ছিন্ন করে ফেলতে পারে তালেবান এবং সম্ভবত ৯০ দিনের মধ্যে তারা এটি দখল করে ফেলতে পারে।

কাতারের দোহায় তালেবান প্রতিনিধিদের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা চলছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় তৃতীয় দিনের মতো আলোচনায় বসবে দুই পক্ষ।

আল-জাজিরার সাংবাদিক জানিয়েছেন, কাতারের মাধ্যমে আফগান সরকার তালেবানের কাছে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে। তবে কীভাবে এই ক্ষমতা ভাগাভাগি হবে কিংবা কে কতটুকু অংশ শাসন করবে তার বিস্তারিত জানা যায়নি।

এ ব্যাপারে তালেবানের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল-জাজিরা।

(দ্য রিপোর্ট/আরজেড/১২আগস্ট, ২০২১)