১৪২ বছরের ইতিহাসে জুলাই ছিল পৃথিবীর উত্তপ্ত মাস
দ্য রিপোর্ট ডেস্ক: চলতি বছরের জুলাই ছিল পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত মাস। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান এবং জলবায়ু বিষয়ক গবেষণা সংস্থার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শনিবার (১৪ আগস্ট) সংস্থাটির তথ্য উপাত্ত তুলে ধরে বিবিসি।
এতে বলা হয়েছে, সমুদ্র ও ভূপৃষ্ঠ মিলিয়ে গত মাসের বৈশ্বিক তাপমাত্রা ছিল বিংশ শতাব্দীর গড় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের (৬০ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট) চেয়ে ০.৯৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। যা ১৪২ বছরের মধ্যে সর্বোচ্চ।
এর আগে ২০১৬ সালের জুলাই মাস ছিল পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত মাস। তবে এবার সেই মাত্রা ছাড়িয়ে গেছে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হয়েছে বলে গবেষণার ফলাফলে উঠে এসেছে।
এদিকে জলবায়ু বিষয়ক গবেষণা ও নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ওশনিক অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) জানায়, জুলাইয়ের ‘অনিবার্য পার্থক্য’ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন এ রেকর্ড বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিরক্তিকর ও বিঘ্নসৃষ্টিকারী পথ তৈরি করছে।
সংস্থাটি আরো জানায়, গত জুলাইয়ে ভূ ও সমুদ্রপৃষ্ঠের সমন্বিত তাপমাত্রা ছিল ২০১৬ সালের রেকর্ডের চেয়ে ০.০১ ডিগ্রি সেলসিয়াস বেশি।
১৯৭০ থেকে ২০২০ এই ৫০ বছরে বিশ্বের তাপমাত্রা যে গতিতে বেড়েছে, গত ২০০০ বছরে এত দ্রুতহারে তাপমাত্রা বৃদ্ধির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
(দ্য রিপোর্ট/আরজেড/১৪আগস্ট, ২০২১)