দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়ে দেশ কয়েক দশক পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রোববার (১৫ আগস্ট) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘যে পিতা আমাদের শৃঙ্খলমুক্ত করল সেই পিতাকে আমরা হত্যা করলাম। বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা অপরাধবোধের মধ্যে রয়েছি।’

মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মতো জঘন্য কাজ আর কিছু হতে পারে না। কোনো বিচারেই এটা মেনে নেয়া যায় না। বঙ্গবন্ধু আমাদের সবার আপনজন ও কাছের মানুষ ছিলেন। বাংলার ফসলের মাঠ ঘাট মাড়িয়ে মহান নেতা হয়েছিলেন। আমরা যদি নিজের কাজগুলো সঠিকভাবে করে যায়, তবে তার ঋণ কিছুটা শোধ করা যাবে।’

পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরিফা খান, রমেন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫আগস্ট, ২০২১)