রক্তপাত এড়াতে দেশ ছেড়েছি: আশরাফ গনি
দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তান এখন তালেবানের দখলে। তালেবান রাজধানী কাবুলে প্রবেশের পর দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়েছেন বলে জানান।
রোববার রাতে এক ফেইসবুক পোস্টে তিনি জানান, সংঘাত এড়ানোর জন্যই তিনি কাবুল ছেড়েছেন। কারণ লাখো মানুষ সেখানে ঝুঁকির মধ্যে রয়েছে।
সোমবার (১৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশ ছাড়ার পর আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে এটাই আশরাফ গনির প্রথম বক্তব্য।
তিনি কোথায় রয়েছেন, তা জানা যায়নি। তবে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন।
তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনার মধ্যস্থতার জন্য গঠিত ‘হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলেশন’ এর চেয়ারম্যান আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করেছেন।
ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন...তিনি জাতিকে ফেলে গেছেন। এখন আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। পুরো জাতিই তার বিচার করবে।’
(দ্য রিপোর্ট/আরজেড/১৬আগস্ট, ২০২১)