বিমানের চাকা আঁকড়ে ধরে পলায়ন, আকাশ থেকে পড়ে মৃত্যু
দ্য রিপোর্ট ডেস্ক: তালেবানের কাবুল দখলের পর, অনেকে জীবন বাঁচাতে ভয়ে আফগানিস্তান ছেড়ে পালাচ্ছেন। কোনো একটি বিমান বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গে সবাই হুড়োহুড়ি করে বিমানে ওঠার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে দেশ ছেড়ে পালাতে গিয়ে আফগানিস্তানের আকাশে উড়ন্ত বিমান থেকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) দুপুরে কাবুল বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রাণ বাঁচাতে বিমানের চাকার খাঁজে আশ্রয় নিয়েছিলেন ওই দুই আফগান নাগরিক। কিন্তু বিমান আকাশে ওড়ার পরেই ছিটকে পড়েন তারা। সোমবার কাবুল বিমানবন্দরের এই মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও ফুটেজও ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
গতকাল দুপুর থেকে কাবুলে তালেবান ঢুকতেই ভিড় জমতে শুরু করে আফগানিস্তানের রাজধানীর বিমান বন্দরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার বিমানবন্দর চত্বরে গুলিও ছোড়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আমেরিকার সেনারা। কিন্তু তবুও ভিড় বাড়তেই থাকে। সূত্র: আনন্দবাজার, তেহেরান টাইমস
(দ্য রিপোর্ট/আরজেড/১৬আগস্ট, ২০২১)