দ্য রিপোর্ট ডেস্ক: এক সংসদীয় গণভোটে মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। আজ আজ দুপুরে স্থানীয় সময় আড়াইটায় দেশটির নবম প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরি ইয়াকুব শপথ নেবেন।

গতকাল শুক্রবার (২০ আগস্ট) বিকেলে দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সাবরির নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

মালয়েশিয়ার সুলতান আবদুল্লাহ আহমদ শাহের আয়োজনে দুই ঘণ্টার আলোচনার পর শুক্রবার এ ঘোষণা দেয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, এর আগে দেশটির অষ্টম প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য রাজার আহ্বানে সংসদ সদস্যের মধ্যে ভোটের আয়োজন করেন।

এতে সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের পক্ষে ১১৪টি ভোট পড়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিম পেয়েছেন ৯৯ ভোট। তখনই ইসমাইল সাবরি ইয়াকুবের প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত হয়ে যায়। কেবল বাকি ছিল রাজার ঘোষণা। মহিউদ্দিন ইয়াসিন ক্ষমতায় ছিলেন ১৭ মাস।

.(দ্য রিপোর্ট/আরজেড/২১আগস্ট, ২০২১)