দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর বনানী ও উত্তরার অভিজাত এলাকা থেকে অর্ধকোটি টাকার প্রায় আধা কেজি ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার হয়েছে সংশ্লিষ্ট সিন্ডিকেটের সদস্যরা।

আজ (শনিবার, ২১ আগস্ট) সকালে এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বার্তায় বলা হয়, বনানী ও উত্তরা এলাকার ক্রিস্টাল মেথ সিন্ডিকেটের প্রায় সব সদস্যকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। যাদের অধিকাংশই উচ্চবিত্ত শ্রেণির সন্তান।

আইস সিন্ডিকেটের নেটওয়ার্কের বিষয়ে অধিদপ্তরের ৪৪১ তেজগাঁওয়ের মেট্রো কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

সেখানে শনিবার দুপুর ১২টায় আইস সিন্ডিকেট ও গ্রেপ্তার ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

সম্প্রতি আইন প্রয়োগকারী সংস্থার একাধিক অভিযানে উদ্ধার হয়েছে লাখ লাখ টাকার আইস, গ্রেপ্তার হয়েছে অনেকে।

.(দ্য রিপোর্ট/আরজেড/২১আগস্ট, ২০২১)