দ্য রিপোর্ট ডেস্ক: ক্রিকেটের নতুন ফরম্যাট ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের প্রথম আসরে দাপট দেখাল সাউদার্ন ব্রেভ। বার্মিংহাম ফিনিক্সকে হারিয়ে টুর্নামেন্টটির অভিষেক আসরের শিরোপা ঘরে তুলেছে জেমস ভিন্সের দল।

লর্ডসে গতকাল শনিবার রাতে টুর্নামেন্টের ফাইনালে বার্মিংহাম ফিনিক্সকে ৩২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাউদার্ন ব্রেভ। মাত্র ৩৬ বলে ৬১ রানের অসাধারণ ইনিংস খেলে ফাইনালসেরা হয়েছেন পল স্টার্লিং।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে স্টার্লিং ও রস হোয়াটলের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ১০০ বলে ৫ উইকেটে স্কোরে বোর্ডে ১৬৮ রান তোলে সাউদার্ন। ওপেনিংয়ে নেমে স্টার্লিং মাত্র ৬১ রান তুলতে মারেন দুটি চার আর ছয়টি ছক্কা। শেষদিকে নেমে হোয়াটলে ১৯ বলে চারটি করে চার-ছক্কায় খেলেন হার না মানা ৪৪ রানের ঝোড়ো ইনিংস। ২০ বলে ২৭ রান করেন অ্যালেক্স ডেবিস। অধিনায়ক জেমস ভিন্স খুব একটা ভালো করতে পারেননি। তার ব্যাট থেকে আসে চার রান।

১৬৯ রানের জবাব দিতে নেমে বেশিদূর যেতে পারেনি বার্মিহাম। নির্ধারিত ১০০ বলে ১৩৬ রানে থামে দলটি। রান তাড়ায় ১৪ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় বার্মিহাম। এর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাঝে লিয়াম লিভিংস্টোন প্রতিরোধ গড়লেও বাকিরা হাতখুলে খেলতে পারেননি।

লিভিংস্টোন ১৯ বলে ৪টি করে চার-ছক্কায় ৪৬ রান করেন। ৩০ বলে ৩৬ রান করেন অধিনায়ক মঈন আলি। ২৫ বলে ২৩ রান করেন ক্রিস বেজামিন। বেনি হাওয়েল করেন ২০ রান।

.(দ্য রিপোর্ট/আরজেড/২২আগস্ট, ২০২১)