দ্য রিপোর্ট প্রতিবেদক: বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনিবুর রহমানের নামে করা দুই মামলার আবেদন গ্রহণ করেছেন আদালত।

পাশাপাশি মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) কে নির্দেশ দিয়েছেন বরিশাল জেলার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মাসুম বিল্লাহ। একই সাথে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে রোববার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে দুই মামলার আবেদন করেন বরিশালের প্যানেল মেয়র-২ অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ও সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার। রোববার (২২ আগস্ট) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নাজির কামরুল হাসান।

এসময় তিনি জানান, প্যানেল মেয়র র‌ফিকুল ইসলাম খোকনের দায়ের করা মামলার আবেদনে ইউএনও মু‌নিবুর রহমান, ‌কোতোয়ালি মডেল থানার ও‌সি নুরুল ইসলাম, এসআই শাহজালাল ম‌ল্লিক ও ইউএনওর বাসভবনে দা‌য়িত্বরত আনসার সদস্যদের বিবাদী করা হয়েছে।

আর সি‌টি কর‌পো‌রেশ‌নের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদারের দায়ের করা মামলার আবেদনে ইউএনও মু‌নিবুর রহমান ও তার বাসভবনে দা‌য়িত্বরত আনসার সদস্যদের বিবাদী করা হয়েছে।

.(দ্য রিপোর্ট/আরজেড/২২আগস্ট, ২০২১)