দিনাজপুরে বজ্রপাতে ৭ জনের মৃত্যু
দ্য রিপোর্ট প্রতিবেদক: দিনাজপুরের পৃথক দুই স্থানে বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলার ৮ নং উপশহরে একসঙ্গে মোবাইলে গেম খেলার সময় বজ্রপাতে নিহত হয়েছে ৪ জন কিশোর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পুকুরে মাছ ধরার সময় নিহত হয়েছেন ৩ জন।
মৃতরা হলেন- দিনাজপুর শহরের ৮ নম্বর নিউ টাউন রেলঘুণ্টি এলাকার সাদিকুলের ছেলে আপন (১৬), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), মৃত সিদ্দিকের ছেলে হাসান (১২) ও রাজু মন্ডলের ছেলে মিম (১২), চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়াপাড়ার মোকসেদের ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৩) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের ৮ নম্বর নিউ টাউন রেলঘুণ্টি এলাকার কিছু উঠতি বয়সী ছেলে পুকুরের পাড়ে মোবাইলে গেম খেলার সময় বৃষ্টি শুরু হলে পাশের টিনশেড ঘরে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হয় আরও তিনজন। আহতরা হচ্ছে- বাবলুর ছেলে আতিক (১৬), ইদ্রিসের ছেলে মমিনুল (১৭) ও আব্দুল গফুরের ছেলে সাজু (১৬)।
স্থানীয় যুবক সেলিম বলেন, বেশ কয়েকজন বসে মোবাইলে গেম খেলার সময় হঠাৎ বজ্রপাত হয়। আমরা কাছে গিয়ে দেখি চারজন মরে পড়ে আছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়াপাড়ায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়েনউদ্দীন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.(দ্য রিপোর্ট/আরজেড/২৩আগস্ট, ২০২১)